আজ ২১শে নভেম্বর, ২০২৪, রাত ১০:২৪

মেঘনায় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যক্ষ আব্দুল মজিদ এমপি

Share on facebook
Share on twitter
Share on linkedin

মেঘনায় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যক্ষ আব্দুল মজিদ এমপ

মেঘনা কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার মেঘনা উপজেলায় সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ এমপির সঙ্গে শিক্ষার মানোন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪শে ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা রেনু দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল মজিদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল আলম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, হোমনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন- শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়াও এ উপজেলার শিক্ষাকে মানসম্মত ও কীভাবে যুগোপযোগী করা যায় বক্তারা এ বিষয়ে প্রধান অতিথির প্রতি দৃষ্টি রেখে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মজিদ এমপি শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন তিনি। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত স্কুলে আসা, মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেওয়া ও শিক্ষার্থীরা যেন নিয়মিত বিদ্যালয়ে আসে সে ব্যাপারে অভিভাবকদের সাথে যোগাযোগসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০