- আইন শৃঙ্খলা বাহিনীর সাফল্য: অ্যাডভোকেট আবুল কালাম হত্যার প্রধান আসামি শূটার রাজীব গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার আদর্শ সদর থেকে অ্যাডভোকেট আবুল কালাম হত্যা মামলার প্রধান আসামি, ওয়ার্ড যুবলীগ সভাপতি ফয়সাল হাসান রাজীব ওরফে শুটার রাজীবকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। গতকাল গভীর রাতে মোগলটুলি এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সেনা-পুলিশ যৌথ টহল দল, সফলভাবে কুখ্যাত এই আসামিকে আইনের আওতায় নিয়ে আসে। গ্রেফতারের পর শুটার রাজীবকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট ২০২৪ সালে ছাত্র আন্দোলনের সময় অ্যাডভোকেট আবুল কালামকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত শুটার রাজীব পলাতক ছিল। তার গ্রেফতারকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সফল অভিযানে কুমিল্লা ও আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সাধারণ জনগণ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের কার্যক্রমের প্রশংসা করেছে।