কুমিল্লায় ২৭ লাখ টাকার ভারতীয় অবৈধ বাজি আট
কুমিল্লা প্রতিনিধি।।

চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ২৭ লাখ ২৭ হাজার ৫৩০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করেছে। রবিবার (১৬ মার্চ) সকাল ৭টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ডিমাতলী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১ লাখ ১৯ হাজার ৩২৬ পিস বিভিন্ন প্রকার বাজি উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব বাজির বাজারমূল্য ২৭ লাখ ২৭ হাজার ৫৩০ টাকা বলে বিজিবি জানিয়েছে। নিয়ম অনুযায়ী জব্দকৃত মালামাল কাস্টমস বিভাগে হস্তান্তর করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, সীমান্ত এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।