আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলায় সারাদেশের ন্যায় কোভিড-১৯ করোনাভাইরাস ওমিক্রন ঠেকাতে সরকারের দেওয়া বিধিনিষেধ বাস্তবায়নের জন্যে মাঠে দাগনভূঞা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের (দাগনভূঞা বাজারে) জনসচেতনতার উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া পথচারী, অটোরিকশা চালক ও দোকানদারকে মাস্ক পরিয়ে দিয়ে জনসচেতনতা করেন।
স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণকে চলাফেরা, ব্যবসাবাণিজ্য পরিচালনা করার জন্যে বলেন। করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সরকারের দেওয়া বিধিনিষেধ মানা ও মাস্ক বাধ্যতামূলক পরিধান করার জন্যে আহ্বান জানান এই কর্মকর্তা।