ইয়াছিন আরাফাত
শনিবার(২৬ মার্চ) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রেমু মাদরাসা-এ ফায়যানে মদিনা ইবতেদায়ী মাদরাসার মাঠে সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে হামদ,নাত,ক্রীড়া প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বেলামী ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানীর পরিচালক আবুল হাসনাত, বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায়,এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম।
এই সময় উপস্থিত ছিলেন চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মফিজ উদ্দিন আহমেদ,বাংলাদেশ সেনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম (অবঃ),প্রেমু মাদরাসা এ ফায়যানে মদিনা মাদরাসার শিক্ষক মোঃজসিম উদ্দিন, মোঃরোছমত আলী, মোঃওয়ালী উল্লাহ।বেলাল আহমেদ,আলী আশ্রাফ,লোকমান হোসেন,জলফু মিয়া প্রমুখ। স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত শেষে বিজয়ী ছাত্র ছাত্রীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।