আজ ২৯শে নভেম্বর, ২০২৪, সকাল ৮:৪৪

সিলোনীয়া হাই স্কুলের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হলেন শুকলভ মজুমদার

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা শুকলভ মজুমদার।

বুধবার (১১ মে) সকালে অনুমোদিত বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপত্বি করেন নব-নির্বাচিত সভাপতি ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন।

সদস্য সচিব (অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক) কামাল উদ্দিনের পরিচলনায় আরো উপস্থিত ছিলেন, দাতা সদস্য মোঃ আবদুল মালেক , অভিভাবক সদস্য মোহাম্মদ ইউছুফ এ.কে.এম নজরুল ইসলাম, মাঈন উদ্দিন আহাম্মদ, মহাদেব চন্দ্র ভৌমিক, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জোসনা আক্তার। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ গিয়াস উদ্দিন, পরাগ কুমার আচার্য্য সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রিফাত আরা আলম উপস্থিত ছিলেন।

সভায় অভিভাবক সদস্য মোহাম্মদ ইউসুপ বিদ্যুৎসাহী সদস্য পদে শুকলভ মজুমদারের নাম প্রস্তাব করেন। অপর অভিভাবক সদস্য এ.কে.এম নজরুল ইসলাম সমর্থন করেন করেন। পরবর্তীতে উপস্থিত সকলে সমর্থন করায় একক প্রার্থী হিসাবে শুকলব মজুমদার বিদ্যুৎসাহী সদস্য পদে নির্বাচিত হন। শুকলভ জায়লস্কর ইউনিয়ের পূর্ব হীরাপুর গ্রামের মজুমদার বাড়ির সন্তান। তিনি বহু সামাজিক ও পেশাজীবি সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। সিলোনীয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর মিলন বলেন, শুকলভ মজুমদার একজন যোগ্য ব্যক্তি। একজন সংগঠক হিসাবে স্কুল পরিচালনায় সে ভালো ভূমিকা রাখতে পারবে বলে বিশ্বাস করি। শুকলভ মজুমদার অত্র বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন সহ সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল-২০২২ইং তারিখ সিলোনীয়া হাই স্কুলের অবিভাবক কমিটি কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে অনুমোদন লাভ করে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০