আজ ২২শে নভেম্বর, ২০২৪, রাত ১:৪০

জেলা পুলিশের পক্ষ থেকে টাউন হল সিএনজি স্ট্যান্ডে সতর্কমুলক লিফলেট বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেপাল ধরঃ৷

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান পিপিএম-সেবা’র নির্দেশে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ, ১৯এপ্রিল মঙ্গলবার দুপুরে টাউন হলের মোড়ে সিএনজির স্ট্যান্ডের চালক ও যাত্রীদের মাঝে সতর্ক মুলক লিফলেট বিতরণ করেন।


সচেতন হোন, সতর্ক থাকুন, অপরাধ প্রতিরোধ করুন। সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রমযান মাসে ইফতারির সাথে চেতনানাশক মিশিয়ে অজ্ঞানপার্টির কিছু অসাধু লোক যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে যায়। তাই চলার পথে যানবাহনে অপরিচিত কোন ব্যক্তি কিংবা হকারের নিকট থেকে পানীয়, ইফতার বা খাবার সামগ্রী খাওয়া থেকে বিরত থাকুন।


যানবাহনে অজ্ঞানপার্টির খপ্পর থেকে রক্ষায় পাশে বসা যাত্রীর সাথে ব্যক্তিগত তথ্য বিনিময় থেকে বিরত থাকুন। নিজে সচেতন হোন; অন্যকে সচেতন করুন। কোন যানবাহনে চড়ার সময় গাড়ীর নম্বর দেখে রাখুন। গাড়ীর নম্বর মনে রাখলে অপরাধীকে শনাক্ত করা সহজ হয়। যানবাহনে চলার পথে মার্কেটে এ ধরণের কোন সমস্যায় পড়লে বা দূর্ঘটনা ঘটলে সবার আগে ৯৯৯ এ কল করুন অথবা নিম্নলিখিত মোবাইল নাম্বারে কল করুন।

অতিরিক্ত পুলিশ সুপার 01320103146
ওসি কোতোয়ালী- 01320103191
ইন্সপেক্টর তদন্ত-01320103192
ইন্সপেক্টর (অপারেশন)-01320103193
ইন্সপেক্টর (ইন্টেলিজেন্ট)-01320103194
ডিউটি অফিসার 01320103196 ময়মনসিংহ জেলা পুলিশ সারাক্ষণ আপনার আশে-পাশই আছে।
পুলিশ সুপার ময়মনসিংহ-এর নির্দেশনায় রমজান উপলক্ষে পুলিশি টহল আরো জোরদার করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০