আজ ১৫ই নভেম্বর, ২০২৪, বিকাল ৫:৪৪

দাগনভূঞায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী পুরষ্কার বিতরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

দাগনভূঞায় মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ এর সমাপনী, পুরস্কার বিতরণ, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে (২৩ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ বিজয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী স্টলকে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ এর সমাপনী, পুরস্কার বিতরণ আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী পল্লী বিদ্যুতের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মঈনুল ইসলাম চৌধুরী, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা এম.এ তাহের ও প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাত দিনের এ মেলা সমাপনী দিনে ৩০টি স্টলের মধ্যে ১ম স্থান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২য় স্থান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যৌথভাবে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ৩য় স্থান অধিকার করে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০