হালিম সৈকত কুমিল্লা।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ইতিহাসের কলঙ্কিত দিন। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করেছে।
এরই ধারাবাহিকতায় তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে পালন করেছে জাতির পিতার ৪৬তম মৃত্যু বার্ষিকী।
১৫ আগস্ট বিকাল ৫ টায় নারান্দিয়া ইউনিয়নের
কাচারী বাজারে মিলাদ, দোয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করেন সংগঠনটির নারান্দিয়া ইউনিয়নের সভাপতি মোঃ নুর নবী সরকার।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বালুয়াকান্দি আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি তোফায়েল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বালুয়াকান্দি আ’লীগের সভাপতি শাহনেওয়াজ রহমতউল্লাহ, সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা হাসান উল্লাহ, তাড়িয়াকান্দির মনির হোসেন মেম্বার ও আ’লীগ নেতা হুমায়ূন কবির প্রমূখ।