আজ ২৪শে অক্টোবর, ২০২৪, রাত ২:৪৯

বাড়াইপুর বাসীর মাদক বিরোধী কার্যক্রমকে স্বাগত জানিয়েছে ইউএনও।

Share on facebook
Share on twitter
Share on linkedin

সোহাইবুল ইসলাম সোহাগ।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করায় এখন প্রশংসায় পঞ্চমুখ বাড়াইপুর বাসী এলাকাবাসী শুক্রবার ২ নভেম্বর গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের বাড়াইপুর গ্রাম বাসীর উদ্যোগে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় শান্তি ও একতা প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকার মুরব্বি যুবক তরুণসহ সর্বস্তরের মানুষদের উপস্থিতিতে মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ গ্রহন করা হয়।

বাড়াইপুর গ্রামের বাসিন্দা প্রফেসর মোস্তফা বলেন সীমান্ত ঘেষা গ্রাম হওয়াই এখানে মাদকের আনাগোনা ছিলো বেশী।এখন প্রশাসনের সহযোগিতায় আমরা গ্রামবাসী মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে বাধ্য হয়েছি।আজ থেকে আমাদের গ্রাম মাদকমুক্ত থাকবে।

দেখা যায় সকাল থেকে এলাকাবাসীরা মাদক বিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানারে পুরো গ্রাম জুড়ে সচেতনতামূলক কার্যক্রম চালায়।তাতে লেখা ছিলো
যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারে না।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে জনগণ এভাবে এগিয়ে আসলে সমাজে আর মাদক থাকতে পারেনা।মাদক ব্যবসা বন্ধে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১