আজ ২৩শে নভেম্বর, ২০২৪, সন্ধ্যা ৭:১৫

প্রধানমন্ত্রী কুমিল্লাকে অনেক ভালোবাসেন নইলে এত টাকা সিটির জন্য বরাদ্দ দিতেন না মেয়র মনিরুল হক সাক্কু।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রায় ১ হাজার ৫শ কোটি টাকার প্রকল্প অনুমোদন পায় এনিয়ে বৃহস্পতিবার সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র মনিরুল হক সাক্কু বলেন।

একনেক সভার আগেরদিন রাতে এশার নামাজে মনোযোগ দিতে পারছিলাম না। যতবার নামাজ পড়ার চেষ্টা করি, ততবারই ভুল হচ্ছিল। বারবার চিন্তা করছি, বরাদ্দটা পাই কি-না। এরপর এলজিআরডি মন্ত্রী মহোদয়কে কল করি। তিনি কথা কম বলে ধৈর্য ধরতে বলেন। পরেরদিন সভায় কুমিল্লা সিটির উন্নয়নে ১৫৩৮ কোটি টাকা বরাদ্দ আসে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লাকে অনেক ভালোবাসেন। নইলে এত টাকা কুমিল্লা সিটির জন্য বরাদ্দ দিতেন না।

জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর সর্বোচ্চ আড়াইশ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ আসে একনেক থেকে। এবার বরাদ্দ হয় যোজন যোজন বেশি।
প্রসঙ্গত, এবার কুমিল্লা সিটি করপোরেশনের ৫১টি কেন্দ্রে ছয় থেকে ৫৯মাস বয়সী ৫৫হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০