আজ ২০শে মে, ২০২৪, সন্ধ্যা ৬:১০

দাগনভূঞা প্রেসক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণ

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে দাগনভূঞা প্রেসক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার ৬নং দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এম.এ তাহের পন্ডিতের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, থানার ওসি (তদন্ত) পার্থ প্রতিম দেব, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন।

প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নূরুল আলম খাঁন, প্রেসক্লাবের সহ-সভাপতি আহমেদ হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর জাতীয় পার্টির সভাপতি মানবাধিকার কর্মী ও কামরুল ইসলাম ক্লাইভ, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ইফতেখার শিবলু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন।


মালদার, সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোঃ হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন টিপু, প্রেসক্লাব সদস্য অর্জুন দাস, আলাউদ্দিন আল হাসান, তবারক হোসেন সোহেল, জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় সমাজের গন্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন সংগীত বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে মনোমুগ্ধকর বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করে । পুরস্কার বিতরণের প্রাক্কালে অতিথিবৃন্দ প্রেসক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবসে এমন সুন্দর আয়োজন করায় প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এধরণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। প্রতিযোগিতায় বিচারক মন্ডলী ছিলেন সঙ্গীতের উদিচি শিল্পী গোষ্ঠী নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক অজয় আশ্চার্য, প্রশিক্ষক গীটার নোয়াখালী জেলা মানিক দেব নাথ। এছাড়াও তবলা প্রশিক্ষক সঞ্জু সাহা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগীতায় ১৫ জন বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১