দাগনভূঞায় জাতীয় সমবায় দিবসে নানা আয়োজ
আবদুল্লাহ আল মামুন:
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দাগনভূঞায় ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ বিজয় চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র্যালি’র মধ্য দিয়ে দিবসের মূলকার্যক্রম শুরু হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে ও এনায়েত নগর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লিমিটেড এর সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নূরুল মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম, প্রেসক্লাব সভাপতি নূরুল আলম খাঁন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিন চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (সিনিয়র) কুলছুম আক্তার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নিশাদুল ইসলাম, চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ও মানবাধিকারকর্মী কামরুল ইসলাম ক্লাইভ ও ইয়ারপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভানেত্রী হোসনে আরা কাউসার, দলিল লেখক সমিতির সভাপতি রহিম উল্যাহ ও ফাইভ ষ্টার মাল্টিপারপাসের পরিচালক আবদুল মন্নান পারভেজ প্রমুখ এসময় সাংবাদিক, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সমবায় কার্যালয়ের কর্মচারীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমবায় দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। যে কাজ একার পক্ষে সম্ভব নয় তা সমবায়ের মাধ্যমে করলে সফলতা আসবেই। দশে মিলে কাজ করলে সে কাজে সফলতা অনিবার্য। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে বৃহত্তর পুঁজি গড়ে তোলা সম্ভব। সমবায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উন্নয়ন প্রচেষ্টায় সমবায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শেষে উপজেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকে ভালো কাজ করায় উপজেলার ৬টি সমবায়ী ও সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়।