ইয়াছিন আরাফাত।
দেশ ব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কুমিল্লার চান্দিনায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে চান্দিনা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত (এমপি)।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মুজিবুর রহমান এর সভাপতিত্বে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ আহবায়ক পার্থ সারথি দত্ত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মহিউদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মধু, চান্দিনা পৌর আওয়ামী লীগ সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, উপজেলা কৃষকলীগ আইন বিষয়ক সম্পাদক এড. শাহজালাল মিঞা শিপন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোসলেহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার আতাউর রহমান গণি, ফয়সাল বারী মুকুল, কাউন্সিলর আবু কাউসার, সুমন ভূঁইয়া প্রমুখ।
পরে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এদিকে, একই সময়ে চান্দিনায় কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শোভা যাত্রা করে কৃষকলীগ নেতা-কর্মীরা।