আজ ২০শে মে, ২০২৪, দুপুর ২:৪৯

চান্দিনায় কেমিক্যালবাহী ট্যাংক লরিতে আগুন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত

কুমিল্লার চান্দিনায় কেমিক্যালবাহী ট্যাংক লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রবিবার (২৭ মার্চ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। এতে গাড়িচালক জাহাঙ্গীর আলম (৫৫) আহত হন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাল্লি গেইটের বেপারীপাড়া এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত গাড়িচালক জাহাঙ্গীর আলম জানান, রবিবার চট্টগ্রাম থেকে রঙের কেমিক্যাল নিয়ে ঢাকার উদ্দ্যেশে যাচ্ছিল। বিকেলে বৃষ্টি চলাকালীন ছয়ঘড়িয়া এলাকায় গাড়ির ব্রেকের পাইপ ফেটে গেলে নিয়ন্ত্রণ হারায়। মহাসড়কের পাশে ইটের স্তূপে গাড়িটি ঠেকানোর চেষ্টা করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

প্রত্যক্ষদর্শী সেলিম মুন্সী জানান, গাড়িটি আগুন ধরে যাওয়ার কিছুক্ষণ পর চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী বিদ্যুতের তার ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূঁইয়া ও চান্দিনা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, গাড়িটিতে দাহ্য তরল পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১