আজ ৫ই মে, ২০২৪, বিকাল ৫:৩২

কুসিক নির্বাচন: আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত মনোনয়নপত্র জমা দিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জননেতা আরফানুল হক রিফাত। মঙ্গলবার (১৭ মে) দুপুরে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে এ মনোনয়ন জমা দেন তিনি।এ সময় তাঁর সাথে ছিলেন কুমিল্লা বারের সাবেক সভাপতি, এডভোকেট জহিরুল ইসলাম সেলিম,মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর,সাংগাঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু,যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল।


সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর প্রার্থী হাবিবুর আল আমিন সাদী,কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, এলজিআরডিমন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন সহ দলীয় নেতাকর্মীরা।
এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর এখন পর্যন্ত তিন মেয়র প্রার্থীসহ শতাধিক কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


এদিকে, আজ শেষদিনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী নিরাপত্তার কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১