আজ ৪ঠা মে, ২০২৪, সন্ধ্যা ৬:৪৬

কুমিল্লা বার্ডে ৫৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন ৪১ সালের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কোনো বাধা থাকবে না এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা বার্ডে ৫৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন ৪১ সালের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কোনো বাধা থাকবে না এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলা

নিজস্ব প্রতিবেদক।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন সারা পৃথিবীতে আজ যে প্রতিকূল অবস্থা বিরাজ করছে সে তুলনায় বাংলাদেশ এখনো ঠিক আছে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এখনো ভালো আছে আমরা আরো অনেক ডেল্টা প্ল্যানও করেছি সারাদেশে উন্নয়ন হচ্ছে,গ্রামের সড়কগুলো পাকা হচ্ছে চিকিৎসা সেবা দেশ এখন ব্যাংকক সিঙ্গাপুরের চেয়ে কম নয়।যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) প্রশংসনীয় ভূমিকা রয়েছে মন্ত্রী সরকারের অগ্রাধিকার ভুক্ত এজেন্ডা ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে বার্ডকে অগ্রণী ভূমিকা গ্রহণের জন্য আহবান জানান।

শনিবার(১২আগষ্ট) সকাল ১০টায় কুমিল্লার কোটবাড়িতে বার্ডের ময়নামতি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৬তম বার্ষিক পরিকল্পনা দুইদিনব্যাপি সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ৪১ সালের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কোনো বাধা থাকবে না আমরা বিভিন্ন দেশ কিভাবে তাদের সমস্যাগুলো নিরসন করছে সে অনুযায়ী তাদের মতো প্ল্যান আমরাও করছি। এক কথায় আমরা সবাই মিলে কাজ করলে আগামীর বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে আমি আমার দিক থেকে সর্বোচ্চটুকু দিচ্ছি, সবাই সবার দিক থেকে অবদান রাখতে হবে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ হামিদা বেগম সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীর স্বপন ভট্টাচার্য্য কুমিল্লা সদর সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার বক্তব্য রাখেন বার্ডের মহাপরিচালক হারুন অর রশিদ মোল্লা মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন।

উদ্বোধনী অধিবেশনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান,পুলিশ সুপার আবদুল মান্নান পিপিএম (বার) সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্যপর্যায়ের ১০০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

এলজিআরডি মন্ত্রী আরো বলেন বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে বর্তমানে এলজিইডি উপজেলা কমপ্লেক্স বিআরডিবিসহ নানা মডেল কর্মসূচি বার্ডের ফসল
সম্মেলনে জানানো হয় বার্ড আন্তর্জাতিক কোর্স প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে বেশ কয়েকটি গবেষণাকর্ম সম্পন্ন করেছে বার্ড বর্তমানে অনেকগুলো গবেষণা কার্যক্রম চলমান রয়েছে ১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী আখতার হামিদ খান তাঁর উদ্ভাবিত কুমিল্লাপদ্ধতি গ্রামীণ অর্থনীতিতে বেশ ভূমিকা রেখেছে

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১