স্টাফ রিপোর্টার।।
নারী উদ্যোগক্তাদের আয়োজনে কুমিল্লা স্টেশন ক্লাবে সোমবার(২০ডিসেম্বর) বিকেলে তিনদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।
কেককেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা।
এসময় আরো উপস্থিত ছিলেন হালিমা গ্রুপের সিইও সালমা বেগম মিলি,গার্লস স্মাইল ফেইজের ওনার মৌসুমি আক্তার মিতুসহ কুমিল্লার বিভিন্ন অন্ঞলের নারী উদ্যোগক্তারা।
মেলায় ঘুরে দেখা যায় শীত কালীন পোষাকের উপর বিভিন্ন অফারও রয়েছে ক্রেতাদের জন্য। মেয়েদের জন্য রয়েছে শীতকালিন ও রকমারি পোষাকের আয়োজন। শীতের পিঠা, বাচ্চাদের মুখরোচক খাবার আর নারীদের কসমেটিকস ও প্রসাধনী আইটেমও রয়েছে উল্লেখযোগ্য
প্রধান অতিথি জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা বলেন নারীরা অনেক দুর এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। নারীর পাশে নারী, নারীকে সহযোগিতা করবে নারী, নারী মানেই শুভ্র, নারী মানেই উদ্যোগক্তা আর নারী মানেই সামনে এগিয়ে পথ চলার এক সাহসীযোদ্ধা। আমি নিজেও উদ্যোগক্তাদের সাথে কাজ করি। নারী উদ্যোগক্তাদের সাথে আমি সর্বদা আছি।
মেলার আয়োজক ও গার্লস স্মাইল ফেইজের ওনার মৌসুমি আক্তার মিতু বলেন আমরা এ বছর এ আয়োজন করেছি আমরাদেরকে নারী মুক্তিযোদ্ধা থেকে শুধু করে কুমিল্লার সকল নারী নেতৃরা সার্বিক সহযোগিতা করেছে আগামীতে আমাদের আয়োজন আরো বৃহৎ পরিসরে হবে। পরিশেষে সবাইকে মেলায় আসার আহ্বান জানান এই নারী উদ্যোগক্তা।
উদ্বোধন শেষে মেলা উদ্ভোধক ডাক্তার তাহসিন বাহার সূচনা মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং পছন্দের অনেক পণ্যক্রয় করেন।
(সূত্র আলোকিত কুমিল্লা)