নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন উপজেলার তীরচর এলাকায় শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের বাখরাবাদ গ্রামের মৃত খলিলুর রহমান সুয়ার ছেলে টুটুল।
ও দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারার মাহফুজ নিহতের আত্মীয় বশির আহমেদ জানান মাহফুজ ও টুটুল আত্মীয়। বিকেলে তারা চান্দিনা থেকে প্রাইভেটকারযোগে ইলিয়টগঞ্জ যাওয়ার পথে তীরচর এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে টুটুল নিহত হন।
তিনি জানান, আহত মাহফুজকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কুমিল্লা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দাউদকান্দি ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, পদ্মা এক্সপ্রেসের বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।