রফিকুল ইসলাম কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা বিসিক শিল্প নগরী এলাকায় দেশীয় অস্ত্র, ককটেল ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ কোতয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার (৩ ডিসেম্বর) কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স রুমে মিট দ্যা প্রেস এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।
তিনি জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে।
ডিসেম্বরের বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা কুমিল্লা বিসিক শিল্পনগরীতে অভিযান পরিচালনা করি। এ সময় চারজন যুবককে আমরা গ্রেফতার করি। তাদের কাছে প্রচুর দেশীয় অস্ত্র, ১৪ টি ককটেল, ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া এই চক্রের মূল হোতা নয়ন চক্রবর্তী একাধিক মামলা আগেই গ্রেফতার করছি। আমরা বোমা বানানোর মূলহোতা কামরুলকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
এছাড়া মাদক অস্ত্র উদ্ধার নিয়মিত অনিয়মিত মামলার আরো ৪৮ জন গ্রেফতার করা হয়।
বিসিক এলাকায় গ্রেফতারকৃতরা হলেন বাগিচাগাঁও এলাকার নয়ন চক্রবর্তী (২৩), অশোকতলা বিসিক এলাকার রবিউল হোসেন (২২), একই এলাকার ইয়াছিন হোসেন মাসুম, দৌলতপুর কলনী এলাকার গোলাম হোসেন সজিব (২২)।
উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
পুলিশ সুপার আরো বলেন,মহান বিজয় দিবসের মাসে কুমিল্লা জেলাকে মাদক ও ডাকাতি মুক্ত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।