আজ ১৩ই অক্টোবর, ২০২৪, দুপুর ১:৩১

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার দায়িত্ব পেলেন- ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার)।

Share on facebook
Share on twitter
Share on linkedin

রফিকুল ইসলাম।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ ও জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান (পিপিএম-সেবা) জেলা গোয়েন্দা শাখার (ওসি ডিবি) শাহ কামাল আকন্দকে গত তিন বছর সাফল্যের সাথে দায়িত্ব পালন করায় তাকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় পদায়ন করেন।


জানা গেছে, ডিবির ওসি শাহ কামাল আকন্দ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও বলেন অশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার ময়মনসিংহ স্যারদের প্রতি অফিসার ইনচার্জ হিসেবে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করায়।


ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ সকলের নিকট দোয়া চেয়ে বলেন যাতে স্যারদের কাঙ্খিত পুলিশী সেবা বাস্তবায়ন করতে পারি। দীর্ঘ ৩ তিন বছর যাবত জেলা গোয়েন্দা শাখায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থেকে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক জেলার ১৪ টি থানার আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনে আমার কার্যক্রমে কেউ কষ্ট পেয়ে থাকলে নিজগুণে ক্ষমা করবেন।

এমনকি ময়মনসিংহবাসীর সহযোগিতাও কামনা করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১