মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ১০কেজি গাঁজাসহ দুই মহিলা গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলা সদরের মুরাদনগর কোম্পানীগঞ্জ রোডের খাদ্য গুদামের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো টাঙ্গাইল জেলার কালিহাতী থানার শরাতল গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী মোসাঃ আয়েশা খাতুন (৫০) ও মৃত রফিকুল ইসলামের স্ত্রী মোসাঃ রাশিদা বেগম (৫৪)।
মুরাদনগর থানা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, নিমাইকান্দি এলাকার মুরাদনগর-কোম্পানীগঞ্জ রোডের খাদ্য গুদামের সামনে মাদকের একটি বড় চালান নিয়ে দুই মহিলা অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম এর নির্দেশনায় এসআই আবু হেনা মোস্তফা রেজার নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম, এএসআই হানিফ, বেলাল ও বেদার হাওলাদারসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১লক্ষ টাকা।
মুরাদনগর থানা ওসি আবুল হাসিম বলেন মাদককে জিরো টলারেন্সে রাখতে মুরাদনগর থানা পুলিশ সর্বদা তৎপর। তারই ধারাবাহিকতায় কৌশলে তাদেরকে ১০ কেজি গাঁজাসহ আটক করেছি। ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(খ) ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।