আজ ৩১শে অক্টোবর, ২০২৪, সকাল ৮:১৫

বরুড়ায় ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on linkedin

বরুড়ায় ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেফতা

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন এ তথ্য জানিয়েছেন গ্রেফতার তিন জন হলো উপজেলার একবাড়িয়া তালুকদার বাড়ির আব্দুল করিমের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদ (৩৮) মোস্তফা কামালের ছেলে মেহেরাজ হোসেন রবিউল (২২) এমরান তালুকদারের ছেলে বোরহান উদ্দিন রাজু (২০)
মামলার বিবরণ থেকে জানা গেছে।

গত ১৩ জুলাই সন্ধ্যায় বরুড়ার মান্দারতলি এলাকার এক তরুণী একবাড়িয়া পূর্ব বাজারে মোবাইল মেরামত করার জন্য শহিদুল ইসলাম ওরফে শহিদের দোকানে যান সেখানে মোবাইল মেরামত বাবদ ২৫০ টাকা চাইলে তরুণী ১৫০ টাকা আছে বলে জানান বাকি টাকা নেই বললে দোকানি শহিদ তাকে ধর্ষণ করে ১০০ টাকা দেওয়া লাগবে না বলে এ ঘটনার পর তরুণী হেঁটে বাড়িতে আসার পথে গ্রেফতার রবিউল ও রাজু ধর্ষণের ঘটনা সবাইকে বলে দেবে হুমকি দেয়।

তারা আবার স্থানীয় একটি কবরস্থানের পাশে নিয়ে ধর্ষণ করে বাড়ি আসার পর মাকে বিষয়টি জানান তরুণী। পরে তার মা থানায় অভিযোগ করেন
বরুড়া থানার ওসি জানান গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১