আজ ১৫ই অক্টোবর, ২০২৪, সকাল ৭:১৩

চান্দিনায় কার্যকর লকডাউন বাস্তবায়নে ব্যবসায়ীদের আলোচনা সভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত।

চলমান করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কুমিল্লার চান্দিনায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা হয়।

বুধবার (২৮ জুলাই) বেলা ১১টায় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়ার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধি-নিষেধের আওতা মুক্ত ব্যবসায় প্রতিষ্ঠান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে আহবান জানান বক্তারা।

সভায় বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, চান্দিনা পৌরসভার মেয়র আলহাজ¦ মো. শওকত হোসেন ভূইয়া, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা বাজার ইজারাদার মো. রফিকুল ইসলাম, চান্দিনা পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল কমিশনার, স্টেশনারি ও কসমেটিক্স ব্যবসায়ি সমিতির সহ-সভাপতি জুটন চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আলী রেজা টিপু।

চান্দিনা পৌর কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জসিমুজ্জামান ভূইয়া, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, হার্ডওয়্যার এন্ড পেইন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম.এইচ মাসুম, টাইলস্ ব্যবসায়ী সমিতির নেতা মো. নাছির খান, মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সত্য রঞ্জন সাহা, থাই ব্যবসায়ী সমিতির নেতা মো. মনিরুজ্জামান প্রমুখ।

সভা শেষে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি’র আশু রোগমুক্তি এবং করোনা থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১