আজ ২৩শে নভেম্বর, ২০২৪, সকাল ৬:৫১

কুমিল্লা শিক্ষা বোর্ডের এতিম শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে এতিম শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে এ উপলক্ষ্যে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে কেক কাটেন।

এর আগে নগর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ,পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আজহারুল ইসলাম কর্মচারী সমিতির সভাপতি মো.আবদুল খালেক,হিসাব ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ছানা উল্যাহ সভায় সভাপতিত্বে করেন।


ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ বিদ্যালয় পরিদর্শন মোহাম্মদ কামরুজ্জামানসহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।পরে শিক্ষা বোর্ডের মিলনায়তনে এতিম ২০ জন শিশুকে নিয়ে কেক কাটেন চেয়ারম্যান। এর আগে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে তাদের গোলাপি রঙয়ের জামা উপহার দেয়া হয়। শিশুরা মাথার টুপি পরে ও নতুন পোষাক গায়ে আনন্দ করে। তাদের সঙ্গে আনন্দে মাতেন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরাও।

নতুন পোষাক পেয়ে আনন্দিত শিশুরা, মুখপুড়ে খেয়েছে কেকও। বোর্ডের চেয়ারম্যান আবদুস ছালাম বলেন,বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। তাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব আমাদের। সেই দায়িত্ববোধের অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিনে নগরীর সংরাইশ শিশু পরিবারের অনাথ শিশুদের নিয়ে কেক কেটেছি।


এ সময় শিশুদের বঙ্গবন্ধু সম্পর্কে বলেছি। আমরা চাই শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে পড়ুক,তাহলে সুন্দর সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।বাদজোহর বোর্ড জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বোর্ড ক্যাম্পাস আলোকসজ্জিত করা হয় এবং মুক্তি যোদ্ধার কর্ণার সকলের জন্য উন্মুক্ত করা হয়

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০