আজ ৪ঠা ডিসেম্বর, ২০২৪, বিকাল ৫:৩৬

কুমিল্লা নগরীতে ছাদ থেকে ফেলে গৃহবধূকে হত্যার অভিযোগ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা নগরীতে রুবি আক্তার নামে (৪২) এক গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মঙ্গলবার বিকেলে ( ১ মার্চ) কুমিল্লা নগরীর ১১ নং ওয়ার্ডের মুন্সেফবাড়ি এলাকায় রহমান ভিলা নামে একটি ৪ তলা ভবনে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান নিহত রুবি আক্তারের ভাই ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রুবির স্বামী জাহাঙ্গীর হোসেন পরকিয়া লিপ্ত ছিল। এ বিষয়ে প্রতিবাদ করলে রুবিকে প্রায় সময় মারধর করত। তাকে পরিকল্পিত ভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনা তিনি বিচার দাবি করেন।

নিহত রুবির স্বামী জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমার বয়স্ক মা ও আমাদের ছেলে পিয়াল বাসায় ছিল। ধারণা করছি ছাদে উঠে মাথা ঘুরে পড়ে গেছে। নির্যাতন ও পরকিয়া বিষয়টি সঠিক নয় তবে এই ভবনের ছাদে গিয়ে দেখা যায় আড়াই ফুট নিরাপত্তা বেস্টুনি রয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এটি হত্যাকান্ড নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় স্বামী ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে উল্লেখ্য নিহত রুবি জাহাঙ্গীর হোসেনের দ্বিতীয় স্ত্রী। ২০১৩ সালে তাদের বিয়ে হয় । রুবি ব্রাহ্মণপাড়া উপজেলার মৃত আব্দুস ছাত্তারের মেয়ে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১