আজ ৩১শে অক্টোবর, ২০২৪, সকাল ৮:২০

কুমিল্লায় যৌন হয়রানীর অভিযোগে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত।

নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মামুন মিয়া মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুরে নিমসার জুনাব আলী কলেজ ক্যাম্পাসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জানায়,অধ্যক্ষ মামুন মিয়া মজুমদার বিগত দিনে ভূয়া ভাউচার দেখিয়ে অর্থ আত্বসাত, ছাত্র ছাত্রীদের সাথে অশালীন আচরন, অহেতুক কিলঘুসি, অতিরিক্ত ভর্তী ফি আদায়ের মত অনিয়ম করে আসছে।

গত ১১ আগষ্ট অধ্যক্ষের সাথে স্কুল ছাত্রীর মোবাইল ফোন চ্যাট ফাস হওয়ায় উত্তপ্ত হয়ে পরে ক্যাম্পাস। এবিষয়ে শিক্ষার্থীরা কোন ধরনের বিচার পায়নি উল্টো অধ্যক্ষ তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আবার সংবাদ সম্মেলন করেন।

তাদের দাবি অবিলম্বে এই ঘটনার বিচার না করা হলে কঠোর আন্দোলনে নামবেন তারা।এই সময় যৌন হয়রানির শিকার লিমা আক্তার বলেন,কলেজের অধ্যক্ষ মামুন মিয়া মজুমদার আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে এই মুহুর্তে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১