নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লায় জেলা ক্রীড়া সংস্থা জেলা পুলিশ ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনুর্ধ্ব ১৯ এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনরাথ দত্ত ষ্টেডিয়ামে ফাইনাল খেলার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপচায প্রফেসর ডক্টর এমরান কবির চৌধুরী কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
খেলায় বালক বিভাগে বি-পাড়া উপজেলাকে হারিয়ে দাউদকান্দি উপজেলা চ্যাম্পিয়ান হয়। বালিকা বিভাগে লাকসামকে হারিয়ে লালমাই উপজেলা চ্যাম্পিয়ান হয়েছে। জেলার ১৭টি উপজেলা এতে অংশ গ্রহন করে।