আজ ৩১শে অক্টোবর, ২০২৪, সকাল ১০:১৩

কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার মনোহরগঞ্জে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে এক সঙ্গে দুই শিশু ভাইয়ের মৃত্যু হয়েছে রবিবার উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খরখরিয়া গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খরখরিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা আবু জাফর হিরনের ছেলে মোহাম্মদ সাইমন (৭) ও আবু ইউসুফ (৪)। শিশু
সাইমন ওই গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুদের নানা আবু মাসুদ। এ প্রসঙ্গে মনোনহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা বলেন,পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। শিশুদের নানা আবু মাসুদ বলেন, বাড়িতে খেলা করছিলো ওই দুই শিশু।

এক পর্যায়ে সকলের অজান্তে বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে ডুবে যায় তারা। বাড়ির লোকজন তাঁদের কোথাও দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পরিবারের লোকজন দেখেন পুকুরের পানিতে ভাসছে দুই ভাই। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১