আজ ৩০শে ডিসেম্বর, ২০২৪, রাত ১১:৫৬

মুরাদনগরে ইউপি সদস্যদের শপথ গ্রহণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সংরক্ষিত ও সাধারন আসনের ২৪৯জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেছেন। সোমবার ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।

এসময় নব-নির্বাচিত ইউপি সদস্য বৃন্দ তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি প্রান্তি জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত ভাবে কাজ করার অঙ্গীকারও করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমেদ শিকদার, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম, বিভিন্ন ইউনিয়নের।

নব-নির্বচিত চেয়ারম্যান, ইউপি সচিব, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা জসিম উদ্দিন ও গীতা পাঠ করেন শীলা রাণী দাশ উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি উপজেলার ২১ টি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১