আজ ২৪শে নভেম্বর, ২০২৪, রাত ৪:১৬

ময়মনসিংহে অটো রিস্কা সিএনজি জনিত অপরাধে মালিক চালকদের প্রতি সচেতনতামুলক পরামর্শ দেন ওসি কোতোয়ালী।

Share on facebook
Share on twitter
Share on linkedin

রফিকুল ইসলাম।

ময়মনসিংহে ব্যাটারী চালিত অটো রিস্কা সিএনজি জনিত অপরাধে নিয়ন্ত্রনকল্পে মালিক চালকদের প্রতি সচেতনতামুলক পরামর্শ দেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম।

ওসি বলেন অপ্রাপ্ত বয়স্ক কোন ব্যাক্তিকে অটো,সিএনজির চালক হিসাবে নিয়োগ না দেওয়া অটো,সিএনজির চালক মোবাইল নাম্বারসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মালিকদের জমা রাখা অপরোচিত কোন ব্যাক্তিকে চালক হিসাবে নিয়োগ না দেওয়া মাদকা সক্ত হিসাকে কোন ব্যাক্তিকে চালক হিসাবে নিয়োগ না দেওয়া,চিন্হিত সন্ত্রাসী বা অপরাধ চক্রের সাথে জড়িত কোন ব্যাক্তিকে চালক হিসাবে না দেওয়া।


চালকদের বলেন অপরিচিত ব্যাক্তিদের দেওয়া কোন প্রকার পানীয় বা খাবার গ্রহণ না করা সন্ধারপর শহরের বাহিরে বা নির্জন এলাকায় রিজার্ব ভাড়া না যাওয়া উঠতি বয়সের সংঘবদ্ধ যাত্রীদের নিয়ে রিজার্ব ভাড়ায় না যাওয়া নিকটতম থানা ফাড়ি পুলিশের মোবাইল নাম্বার সাথে রাখা, কোথাও কোন ধরনের অপরাধ সংগঠিত হলে তাহার তথ্য তাৎক্ষণিক নিকটস্থ থানা বা ৯৯৯ কে অবগত করা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০