আজ ১৬ই মে, ২০২৫, রাত ৮:৩৮

কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ সাংবাদিককে ছুরিকাঘাত

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ সাংবাদিককে ছুরিকাঘা

কুমিল্লা প্রতিনিধি।।

কমিটি ঘোষণার পর কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষোভ শেষে তারা কুমিল্লার নগরীর পুবালি চত্বরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে করেন পদবঞ্চিতদের বিক্ষোভ ও অবরোধের নিউজ ও ছবি সংগ্রহ করতে গেলে সময় টেলিভিশন এর কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

আজ (বৃহস্পতিবার ১৫ মে) রাত সাড়ে ৯টায় নগরীর পুবালি চত্বরে এ ঘটনা ঘটে।

জানা যায় বৃহস্পতিবার বিকেলে দীর্ঘ সাত বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণার পর ছাত্রদলের পদবঞ্চিত বিক্ষুব্ধ হয়ে উঠেন নেমে পড়েন সড়ক। মুখে মুখে স্লোগান ছিল ঘোষিত কমিটি বিলুপ্তির।

এরপর কুমিল্লা পুবালি চত্বরে জমায়েত হয়ে তারা বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভ শেষে তারা কুমিল্লা নগরীর পুবালি চত্বর অবরোধ করেন এ অবরোধের কারণে কুমিল্লা কান্দির থেকে পুলিশ লাইন রাজঘঞ্জ রানীর বাজার ও টমছম ব্রিজ সড়কে যান চলাচল থমকে দাঁড়ায় ভোগান্তিতে পড়েন নগরের বাসিন্দারা ঘণ্টাব্যাপী চলে পদবঞ্চিতদের এ অবরোধ।

এদিকে ছাত্রদলের এ পদবঞ্চিতদের অবরোধে সংবাদ সংগ্রহ করার সময় সময় টেলিভিশন এর কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা তাকে চিকিৎসার জন্য দ্রুত কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হয় কুমিল্লা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান সাংবাদিক বাহারের ডান পায়ে তিনটি সেলাই লেগেছে তার পায়ে অনেক রক্তক্ষরণ হয়েছে বলেও জানান তিনি।

আহত সাংবাদিক বাহার রায়হান জানান বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয় এ সময় পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ মিছিলের ছবি ফুটেজ সংগ্রহকালে মাথা ও শরীরের বিভিন্ন অংশে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত হামলা চলার মুহূর্তে কোমরের নিচে উরুতে ছুরিকাঘাত করে এ সময় একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে দুর্বৃত্তরা সরে যায় তবে তিনি হামলাকারীদের চেনেন না বলে জানান

বিষয়টি কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১