মোঃ হুমায়ুন কবির মানিক।
সাশ্রয়ী খরচে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার অঙ্গিকার নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসারে ‘বিপুলাসার মডার্ণ ডায়াগনস্টিক এন্ড আই কেয়ার সেন্টার’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে বিপুলাসার উত্তর বাজারে মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতের পর আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল হক মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক ভূঁইয়ার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন, বিপুলাসার ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, সোনাইমুড়ী পৌরসভার প্যানেল মেয়র হাফেজ মোঃ আবু বকর ছিদ্দিক দুলাল প্রমুখ।
বিপুলাসার মডার্ণ ডায়াগনস্টিক এন্ড আই কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জামশেদ আলমের সার্বিক তত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিপুলাসার ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ এ.কে.এম মহি উদ্দিন, বিপুলাসার আহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সিরাজ উদ্দিন, বিপুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক মাকসুদুর রহমান।
সাবেক সভাপতি রেজাউল হক ভূঁইয়া পেয়ারু, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম হিরন, বিপুলাসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সোনাইমুড়ী সেন্ট্রাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এম.এ বাশার ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাজহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।