আজ ২৮শে নভেম্বর, ২০২৪, রাত ২:৩৮

বড়শিতে ধরা পড়া ৪৩ কেজির ব্ল্যাক কার্প মাছটি উপহার দিলেন এমপিকে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগরে এক ব্যবসায়ীর বড়শিতে সাড়ে ৪৩ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প প্রজাতির মাছ ধরা পড়েছে। এ খবর মুহূর্তের মধ্যে নগরজুড়ে ছড়িয়ে পড়লে মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান।
গতকাল (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের কাপড় ব্যবসায়ী ও মুনসেফ বাড়ির বাসন্দিা মো. জায়েদ উল্লাহ রিপনের বড়শিতে মাছটি ধরা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যবসায়ী জায়েদ উল্লাহ রিপন সন্ধ্যায় ধর্মসাগরে শখের বসে বড়শি ফেলেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ তার বড়শির ছিপে মাছটি ধরা পড়ে। পরে পানি থেকে তুলে দেখতে পান বিশাল আকৃতির একটি ব্ল্যাক কার্প মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৪৩ কেজি ৬০০ গ্রাম।
খবর পেয়ে মাছটি দেখতে যান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। পরে ব্যবসায়ী রিপন খুশি হয়ে এমপি বাহারকে মাছটি উপহার দেন।

ব্যবসায়ী জায়েদ উল্লাহ রিপন বলেন, ধর্মসাগর দীঘিটি আমরা কয়েকজন মিলে লিজ নিয়ে মাছ চাষ করছি। শখের বসে সন্ধ্যা ৭টার দিকে দীঘির পশ্চিমপাড়ে বসে বড়শি ফেলি। এতে একে একে পাঁচটি মাছ ধরা পড়ে। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ ছিপটি খুব জোরে টেনে নিয়ে যেতে থাকে। একপর্যায়ে দেখি বিশাল আকৃতির ব্ল্যাক কার্প মাছ ধরা পড়েছে। পরে আমাদের প্রিয় নেতা বাহাউদ্দিন বাহার এমপিকে মাছটি উপহার হিসেবে দেই। এতে আমি মহা খুশি।
সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লা শহরে অনেক দীঘি আছে। তার মধ্যে ধর্মসাগর ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় দীঘি। সেখানে বড় মাছ ধরাপড়ার খবরে আমি ছুটে যায় দেখতে। এ দীঘিতে আরও বড় মাছ আছে বলে আমার ধারণা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০