কুমিল্লা প্রতিনিধি।
আজ ২৩ মে সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ঝলম গ্রামে মদিনা পোলট্রি এন্ড ফিশারীতে রাকিবুল হাসান (২৫) নামের এক কর্মচারী বিদুৎ এর তারে জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ঝলম গ্রামের মাসুম মিয়ার মদিনা পোলট্রি এন্ড ফিশারীতে গত ৩ দিন পূর্বে রাকিবুল হাসান(২৫) নামের এক যুবক চাকুরী নেয়।
সে রংপুর জেলার বদর গঞ্জ উপজেলার বুজরফবাগ গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় মদিনা পোলট্রি এন্ড ফিশারীর পুকুরে মাছ ধরার জন্য রাকিবুল হাসান মোটরে বিদ্যুৎ এর তার সংযোগ দিতে গেলে তারের লিক থেকে সে বিদ্যুৎ এ জড়িয়ে যায়। এসয় তার সহকর্মীগণ তাকে উদ্ধার করে।
কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।
এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের প্রস্তুতি চলছে।