তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা উত্তর জেলা শাখার কার্যকরী কমিটির এক সভা ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
১২ আগস্ট শুক্রবার বিকেল ৪ টায় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন, প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এডভোকেট সফিউল বশর ভান্ডারীর স্মরণসভা আয়োজনসহ সংগঠনকে আরও গতিশীল করার লক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি বাসুদেব ঘোষ, সহ-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রাজা মিয়া সওদাগর, প্রভাষক শওকত হোসেন টুলু, হালিম সৈকত, মাহফুজ শিকদার, দেলোয়ার হোসেন, মাহবুব হাসান রিপন, এইচএম আল আমিন ভূঁইযা, সামসুদ্দিন আহমেদ সাগর প্রমুখ।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের সকল শহিদসহ প্রয়াত সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শফিউল বশর ভান্ডারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং মোনাজাত করা হয়।