আজ ৮ই এপ্রিল, ২০২৫, দুপুর ২:৩৩

প্রাথমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মীদের প্রশিক্ষণ দিলো কুসিক।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লায় ৫ থেকে ১১ বছর বয়সী প্রাথমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। সরকারি ও বেসরকারি জিও আর এনজিও এর স্বাস্থ্য সংশ্লিষ্ট ৩০০ কর্মীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।

আগামীকাল ২৫ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ দিন ব্যাপী চলা এ টিকাদান কার্যক্রমে ৫ থেকে ১১ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা প্রদান করবেন তারা।
বুধবার কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালা সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের ১৪৬টি বিদ্যালয়ের ৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ৪৫ হাজার ৭২৩ স্কুল শিক্ষার্থীকে টিকাদানের পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের। এর মধ্যে ছাত্র ২৪ হাজার ৫৯১ ও ছাত্রী ২১ হাজার ১৩২ জন।

প্রশিক্ষণ কর্মশালায় কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. চন্দনা রাণী দেবনাথ, ডা. ফারজানা আক্তার ও মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জহিরুল ইসলাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০