নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামে প্রবীণ হোমিও ডাক্তার আব্দুস সামাদ ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ডাক্তার আব্দুস সামাদ সাহেবের বাড়িতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হাবিবুর রহমান হেলালী সাহেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব এম এ কাইয়ুম ভূঁইয়া বক্তব্য রাখেন সাংবাদিক জালাল আহাম্মদ।
পূর্বপাড়া জামে মসজিদের খতিব জনাব আতাউল্লাহ সাহেব উপস্থিত ছিলেন,ব্যবসায়ী ইসমাইল মিয়া মোস্তাফিজুর রহমান,বাচ্চু মিয়া, হযরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব, হযরত মাওলানা মোমেন সাহেব, শামীম ভুইয়া, আবাদ মিয়া, আল আমিন, সুমন ভূঁইয়া প্রমুখ।