রফিকুল ইসলাম।
কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা পুলিশের অভিবাবক, মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই/মোঃ সালাহউদ্দিন শামীম এএসআই/মোঃ মশিউর রহমান, এএসআই/মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় একাধিক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
১৬/০৮/২০২১ খ্রিঃ তারিখ ১৮.২৫ ঘটিকার সময় দেবিদ্বার থানাধীন ইউসুফপুর মৎস প্রজেক্টের পাশে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের মাদক নিয়ে যাওয়ার সময় ০২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মাহবুবুর রহমান প্রঃ মাহবুব(৩৫) পিতা- মোঃ আব্দুর রহিম মাতা- মোসাঃ ফাতেমা বেগম ২। মোঃ এমদাদুল হক প্রকাশ জুলহাশ(৪২), পিতা হাজী আব্দুল হক মাতা মোসাঃ হাসেনা বেগম উভয় সাং হায়দারাবাদ থানা- বাঙ্গরা বাজার জেলা- কুমিল্লাদের গ্রেফতার করে।
এই সংক্রান্তে দেবিদ্বার থানায় মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়। গ্রেফতারকৃত মোঃ মাহবুবুর রহমান প্রকাশ মাহাবুব এর বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় সর্বমোট ১০ টি মাদক মামলা রয়েছেএ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।