আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলায় ১২ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ‘বীর নিবাস’ নির্মাণের কাজ আকস্মিক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বীর নিবাস প্রকল্প বাস্তায়ন কমিটির সভাপতি নাহিদা আক্তার তানিয়া। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে ইউএনও সরেজমিনে নির্মাণ কাজ প্রত্যক্ষ করেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি দাগনভূঞা উপজেলার ১২ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানাগেছে, ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের প্রথম পর্যায়ে দাগনভূঞা উপজেলায় ১২টি সরকারি গৃহ নির্মাণ করা হচ্ছে।