আজ ৮ই নভেম্বর, ২০২৪, দুপুর ১২:১৮

দাগনভূঞায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৩০ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের কোনো মানুষ আশ্রয়হীন থাকবে না। পিতার সেই স্বপ্ন পূরণে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের গৃহহীন-ভূমিহীনদের গৃহ ও জমি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দাগনভূঞা উপজেলায় ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হয়েছে এই উপহার।


এরই ধারাবাহিকতায় দাগনভূঞা উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি’ ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি’ ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম, ওসি (তদন্ত) আবদুল ওহাব সরকার, রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, পূর্ব চন্দ্রপুর মডেল ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান, বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহমেদ প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে সারাদেশে একযোগে ৩৪ হাজার ৯শত ৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির কবুলিয়ত, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০