আজ ২৬শে নভেম্বর, ২০২৪, দুপুর ১:৫০

দাগনভূঞায় ডাঃ রুবাইয়াত বিন করিমকে গণ সংবর্ধনা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে দাগনভূঞা নাগরিক সমাজের আয়োজনে স্থানীয় আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৌর মেয়র ওমর ফারুক খাঁন এর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর নূরুল হুদা সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি’র বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম আহ্বায়ক ইফতেখার শিবলু, ডাঃ প্রদীপ কুমার মজুমদার, ডাঃ রুবাইয়াত বিন করিমের সহধর্মিণী ডাঃ ইসরাত জাহান (এমওডিআরএস, সিভিল সার্জন অফিস কুমিল্লা), গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডাঃ উত্তম কুমার

এসময় ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে
দাগনভূঞা পৌরসভার নাগরিকত্ব সনদ প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, গ্রাম ডাক্তার সমিতি, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, দাগনভূঞা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, বাজার ব্যবস্থাপনা কমিটি, সিএনজি অটোরিকশা মালিক ও চালক সমিতিসহ বিভিন্ন মহল থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট, ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

দাগনভূঞার গণমানুষের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে আলোচিত হন। আরও বলেন, কোভিড-১৯ মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের চিকিৎসা সেবা প্রদান করেছেন। সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম গত ২০১৯ সালের অক্টোবরে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সম্পত্তি স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) হিসেবে পদন্নোতি লাভ করেন। এর আগে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০