আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় ইদ্রিস-মরিয়ম কল্যাণ ট্রাস্ট নামে একটি দাতব্য প্রতিষ্ঠান ও বঙ্গবন্ধু কর্ণার, পাঠাগার ও হিফজ খানার উদ্বোধন অনুষ্ঠান শনিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইদ্রিস-মরিয়ম কল্যাণ ট্রাস্টের উদ্যোক্তা নুরুল করিম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, পৌর মেয়র ওমর ফারুক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
খিজির হায়াত, দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ তাহের পন্ডিত, নূরুল আলম খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন, ক্রীড়া সম্পাদক নাজমুল হক, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ দেওয়ান মোঃ ইকবাল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুলফিকার আলম, সদস্য জিয়াউল হক পিন্টু ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় অথিতিরা ফিকা কেটে বঙ্গবন্ধু কর্ণার, পাঠাগার ও হিফজ খানার উদ্বোধন করেন।