আজ ৭ই নভেম্বর, ২০২৪, সকাল ৯:৩৫

দাগনভূঞায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ২ দিনব্যাপি মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ২য় ব্যাচের ১ম ধাপের প্রশিক্ষণে ১৮ জন আর.ডি ও এফ.এফ চাষীরা অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা) মোঃ মোস্তাফিজুর রহমান, দাগনভ‚ঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, ক্ষেত্র সহকারীবৃন্দ, উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


উপজেলা মৎস্য অফিস জানায়, ২৫ ও ২৬ মে (দুই দিন) প্রশিক্ষণে ৩টি প্যাকেজের আওতায় ৩জন আরডি ও ১৫জন এফএফ সহ মোট ১৮জন চাষীকে কার্প মিশ্র, মনোসেক্স তেলাপিয়া ও গলদা-কার্প মিশ্র চাষ বিষয়ে ২দিন হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। শেষে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সামগ্রী ও সম্মানী ভাতা প্রদান করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০