দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পিতা বাগডুবি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ মোহাম্মদ সোলায়মানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে স্থানীয় গ্র্যান্ড সুইটস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এম.এ তাহের পন্ডিতের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আহমেদ হিমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, সাবেক সভাপতি নূরুল আলম খাঁন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আহমেদ হিমেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় বাজার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক নাজমুল হুদা ইস্কান্দার, কাউন্সিলর আবদুল কুদ্দুস মিজান, গ্রাম ডাক্তার সমিতির সাবেক সভাপতি ডাঃ মোঃ শহীদ উল্লাহ, প্রেসক্লাবের সহ সম্পাদক নাজমুল খান, কোষাধ্যক্ষ মোঃ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বাহাদুর, সদস্য অর্জুন দাস, মোঃ তাহেরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর খান, আলাউদ্দিন আল হাসান ও তাপস রায় প্রমুখ।
দোয়া মাহফিল অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রেসক্লাবের সহ সম্পাদক নাজমুল খান ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নূর ইসলাম উল্লেখ্য, ২০১৬ সালের (২১ জানুয়ারি) শুক্রবার ফেনী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের দুই ছেলে, এক মেয়ে রয়েছে।
প্রয়াত ডাঃ মোহাম্মদ সোলায়মান নিজ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা-মসজিদ পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এই মিষ্টভাষী মানুষটি।
তাঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার উপজেলার দক্ষিণ আলীপুর নতুন বাজার জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের মোতালেব মৌলভীর বাড়ির মৃত হাবিব উল্যাহর ছোট ছেলে।