হালিম সৈকত কুমিল্লা থেকে।
কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২১ ডিসেম্বর ২০২১ইং তারিখ মঙ্গলবার দুপুর থেকে নেতাকর্মীরা তিতাস উপজেলা মাঠে জড়ো হতে থাকে এবং পরে বিকেলে সেখান থেকে সেলিমা আহমাদ মেরী এমপি’র নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী বের হয়।
র্যালিটি হোমনা – গৌরিপুর সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
র্যালির পূর্বে তিনি সকল নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মুক্তিযোদ্ধা ও এতিম শিশুদের হাতে শীতের কম্বল তুলে দেন। পরে তিনি উপজেলা নির্বাচন অফিসে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউনিয়ন।
পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ বঙ্গবন্ধু পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি মোঃ মাহফুজ সিকদার যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম আল আমিন ভূইয়া বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাজ্জাদ সিকদার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাছেদ সরকার, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার জগতপুর ইউপি চেয়ারম্যান।
মজিবুর রহমান ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান সাংবাদিক বাবুল আহমেদ নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান ভূইয়া খোকা জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশরাফ মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান নাজমুল হাসান কিরন, তাঁতীলীগের আহ্বায়ক রেজাউল ইসলাম মোল্লা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সায়েম সরকারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা।