নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
বাংলাদেশ বার কাউন্সিল সদস্য পদে নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) স্বপক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে নগরীর টাউন হল মিলনায়তনে সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ কুমিল্লা এ সভার আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন।
কুমিল্লা-০৬ সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত,বক্তব্য দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূইয়া।
আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, পিপি এডভোকেট তপন বীহারি নাগ কুমিল্লা জেলা আইনজিব সমিতির সাবেক সভাপতি আব্দুল মমিন ফেরদৌস, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, আমজাদ হোসেন ফাহমিদা জেবিন, জিয়াউল হাসান চোধুরী সোহাগ, অনুষ্ঠান পরিচালনা করেন।
জেলা আইজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান। সভার প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, সব জায়গায় সব ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুর ডাকে যেমন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছিলাম সব জায়গায় শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনাকে সব জায়গায় প্রতিষ্ঠা করতে পারলে আমরা ২০৪১ সালের বাংলাদেশ বিনির্মান করতে পারবো।