গোলাম কিবরিয়া।
পুলিশ সুপার নোয়াখালী জনাব মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) এর নির্দেশনায়, জনাব সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম সুধারাম মডেল থানাধীন নোয়াখালী পৌরসভাস্থ লক্ষীনারায়ণপুর হইতে হাতুড়ী বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেন সজল (২৯), পিতা-মোশারফ হোসেন, মাতা-মাকসুদা আক্তার, সাং-বসুরহাট পৌরসভা, ০৪নং ওয়ার্ড,থানা-কোম্পানীগঞ্জ,জেলা-নোয়াখালীকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে কোম্পনীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ১২ টি, ডিজিটাল নিরাপত্তা আইনে ০১ টি ও পেনাল কোড আইনে ০১ টি সহ মোট-১৪টি মামলা রয়েছে। কোম্পানীগঞ্জ থানা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, ত্রাস সৃষ্টিসহ বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে ও হাতুড়ী দিয়ে পিটিয়ে মানুষকে গুরুত্ব জখম করে পঙ্গু করে দেয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের আইনানুগ এবং নিয়মিত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।