হালিম সৈকত কুমিল্লা।
সারাদেশের ন্যায় তিতাসে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে রোববার (১৫ আগস্ট) সকাল থেকেই তিতাসের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত, বিশেষ প্রার্থনা, অসহায়দের মধ্যে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
তিতাস উপজেলা আ’লীগের উদ্যোগে তিতাস উপজেলা অডিটোরিয়ামে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ২ আসনের সাংসদ বিশিষ্ট নারী নেত্রী সেলিমা আহমাদ মেরী সিআইপি। তিতাস উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহারতিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সদস্য তোফাজ্জল হোসেন ভূইয়া, হাজী মোঃ নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, তিতাস উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মুন্সি মুজিবুর রহমান, তিতাস উপজেলা আ’লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ভাইস চেয়ারম্যান।
ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ ফকির, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, বঙ্গবন্ধু পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি মাহফুজ সিকদার।
সাধারণ সম্পাদক মাহাবুব আলম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন ভূইয়া, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেলসহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।