ইয়াছিন আরাফাত।
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাগুর বাস স্টেশন থেকে ১৪ মামলার পলাতক আসামি দিলীপ চন্দ্র দেবনাথ উরফে ডাকাত সুমন কে আটক করে চান্দিনা থানা পুলিশ।
রবিবার (২৬ জুন) মধ্যে রাতে চান্দিনা থানার এস আই লতিফুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মোবাইল-৪ ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে দুর্ধর্ষ ডাকাত সুমন কে আটক করে থানায় নিয়ে আসা হয়।
সে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাখরাবাদ গ্রামের হরিপদ চন্দ্র দেবনাথ এর ছেলে দিলীপ চন্দ্র দেবনাথ।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান,তার বিরুদ্ধে ৬ টি ডাকাতি মামলা ০১ অস্ত্র মামলা ০২টি হত্যা মামলা, ০১টি দ্রুত বিচার আইনে মামলা ০৩টি মাদক মামলা সহ মোট ১৪ (চোদ্দটি) টি মামলা রয়েছে।তার আসল নাম দিলীপ চন্দ্র দেবনাথ প্রশাসন কে ফাঁকি দেয়ার জন্য বর্তমানে তার নাম পাল্টে ছদ্ম নাম দিয়েছে।
মোঃসুমন,এই নামে সবার কাছে পরিচিত।সে ডাকাতদের কে দাধন দিয়ে ডাকাতি করাতো।ডাকাতি করার আগে নগদ টাকা ডাকাতকে দিতেন। ডাকাতরা ডাকাতি করে যে সব মালা- মাল নিয়ে আসতো সে গুলো ডাকাতদের কাছ থেকে কিনে রাখতেন।তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ,চুরি, ডাকাতি,ছিনতাই এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।